বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পূর্বধলায় ৭৯ বস্তা ভারতীয় চিনিসহ একজন আটক 

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি  

পূর্বধলায় ৭৯ বস্তা ভারতীয় চিনিসহ একজন আটক 

নেত্রকোনার পূর্বধলায় ৭৯ বস্তা ভারতীয় চিনিসহ শৈলেন্দ্র চন্দ্র দাস (৪৯)  নামের এক কালোবাজারীকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের পূর্বধলা পাটবাজার থেকে তাকে আটক করা হয়।

আটক শৈলেন্দ্র চন্দ্র দাসের বাড়ি উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামে।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পূর্বধলা পাট বাজারে অভিযান চালিয়ে সুরেশের গোডাউন থেকে ভারতীয় ৭৯ বস্তা চিনি জব্দ করা হয়। 

এ সময় অবৈধ চিনি ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে কালো বাজারী শৈলেন্দ্র চন্দ্র দাসকে আটক করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার রাতেই পূর্বধলা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে।

টিএইচ